কুয়াকাটা সংবাদদাতা
পটুয়াখালীর মহিপুর থানার আলীপুর এলাকায় ঘাট ইজারাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মৎস্য দল নেতা রুহুল আমিন মাঝি (৪৭) গুরুতর আহত হন। সোমবার সকাল ১১টায় আলীপুর বাজারে পুরাতন ফেরিঘাট এলাকায় এই ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ঘাট ইজারাদারের প্রতিনিধি নুরু মিয়া প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেলেও রুহুল আমিন মাঝিকে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের মতে, বিআইডব্লিউটিএর পল্টুনে ফিশিং ট্রলার থেকে অর্থ উত্তোলনের সময় রুহুল আমিন মাঝি এর কারণ জানতে চাইলে ইজারাদারের প্রতিনিধি নুরুর সঙ্গে তার বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। পরে স্থানীয়রা পরিস্থিতি সামাল দিলেও কিছুক্ষণ পর নুরুর নেতৃত্বে আরও একটি হামলার ঘটনা ঘটে।
মৎস্য দল নেতা রুহুল আমিন মাঝির অভিযোগ, ইজারাদারের নামে অর্থ আদায়ে নুরু বিভিন্ন অনিয়ম করছেন। অন্যদিকে নুরু দাবি করেন, তিনি নিয়ম অনুযায়ী কাজ করছেন এবং রুহুল আমিন মাঝি তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন।
মহিপুর থানার ওসি তরিকুল ইসলাম জানিয়েছেন, এ ব্যাপারে এখনো কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা জানান, নুরু ইজারার কাজে ক্ষমতার অপব্যবহার করছেন এবং এলাকায় বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িত। আগে তিনি আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট থাকলেও বর্তমানে বিএনপির ছত্রচ্ছায়ায় রয়েছেন বলে অভিযোগ রয়েছে।
ঘাটের কার্যক্রম আপাতত স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন স্থানীয় নেতারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।