ম. নোমান-তজুমদ্দিন (ভোলা)
আগামী ২৫ জানুয়ারি ২০২৫, সকাল ৯টায় ভোলা সরকারি স্কুল মাঠে অনুষ্ঠিতব্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভোলা জেলা কর্মী সম্মেলন সফল করতে তজুমদ্দিন উপজেলার বিভিন্ন বাজার, গ্রাম ও বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিতরণ করেছেন স্থানীয় নেতাকর্মীরা।
লিফলেট বিতরণের সময় তারা জনগণকে সৎ শাসন প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে বলেন, “আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই।” তাদের মতে, সৎ শাসন প্রতিষ্ঠিত হলে দেশ থেকে চাঁদাবাজি, দুর্নীতি ও লুটপাট বন্ধ হবে।
এ সময় উপস্থিত ছিলেন তজুমদ্দিন উপজেলা কর্ম পরিষদ সদস্য ও চাঁচড়া ইউনিয়ন সভাপতি মো. নোমান, শম্ভুপুর ইউনিয়ন সভাপতি মো. আ. বারীসহ অন্যান্য নেতাকর্মীরা। লিফলেট বিতরণের আগে দক্ষিণ খাসেরহাটে একটি বিশাল মিছিল অনুষ্ঠিত হয়।
জানা যায়, সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার।
বক্তব্যে মো. নোমান বলেন, “আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। ষড়যন্ত্রকারীরা জামায়াতে ইসলামীর অগ্রযাত্রা থামাতে পারবে না। আমাদের লক্ষ্য একটাই—আল্লাহর আইন প্রতিষ্ঠা ও সৎ শাসন নিশ্চিত করা।”