Sangbad24bd desk:
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামে ডাকাতির ঘটনা ঘটেছে, যেখানে ডাকাত দল সাবেক সেনা সদস্য আবুল কালাম মিয়ার স্ত্রী শাহনাজ পারভিন লাকি বেগম (৫০)-কে হাত, মুখ ও পা বেঁধে নৃশংসভাবে হত্যা করেছে। সোমবার গভীর রাতে মিয়া বাড়িতে এ ঘটনা ঘটে।
ডাকাত দল মধ্যরাতে বাড়িতে ঢুকে লুটপাটের পাশাপাশি তারা শাহনাজ পারভিনের ওপর নির্মম আক্রমণ চালায় এবং তাকে হত্যা করে।
এলাকায় আতঙ্ক:
এ ধরনের ঘটনা কলাপাড়ায় নতুন নয়। একের পর এক ডাকাতির ঘটনায় স্থানীয়রা নিরাপত্তাহীনতায় ভুগছেন। সলিমপুরের এ মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, দ্রুত অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তার করতে সবধরনের চেষ্টা চলছে।
স্থানীয়দের উদ্বেগ:
এলাকাবাসী বলছেন, বারবার এমন ডাকাতির ঘটনায় তারা ভীত হয়ে পড়েছেন। স্থানীয়রা পুলিশের কার্যকর তৎপরতা এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
এই ঘটনার পর প্রশাসন স্থানীয়দের রাত্রিকালীন নিরাপত্তা বাড়াতে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।